Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে তালা থানায় মামলা করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাংলা গ্রামের পাটক্ষেতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতে অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম (২৬) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

সে পার্শ্ববর্তী উথালি গ্রামের আব্দুস সামাদ গাজীর পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নাংলা এলাকায় নিজ বাড়িতে বসবাস করে। মঙ্গলবার সন্ধ্যায় সুযোগ বুঝে মনিরুল খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং মনিরুলকে আটকে রাখে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বলেন, ‌ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির বাবা তালা থানায় মামলা করেছেন। যার মামলা নং ৮, তারিখঃ ২৫/০৬/২০২৫ইং। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন