Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় একটি পুকুর থেকে তারামান বিবি (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরের দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জেয়ালা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

মৃত তারামান বিবির ছেলের ছেলে (নাতি) মো. মিলন হোসেন বলেন, ‘আমার দাদী (তারামান) প্রতিদিন সকালে পুকুরে কাপড় ধোয়ার জন্য যেতেন। মঙ্গলবার সকালেও তিনি পুকুরে গিয়ে আর বাসায় ফেরেননি। হঠাৎ আব্বু ও আম্মুর চিৎকারে পুকুরের ঘাটে গিয়ে দেখি পুকুরের পানিতে দাদির মরদেহ ভাসছে। পুকুর পাড়ের কাছে থাকা বালতি ও কাপড় দেখতে পাই। হয়ত পুকুর ঘাট থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন