বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মাছ চুরিরোধে ঘেরের বাঁধে টানিয়ে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎ স্পৃষ্টে নিহত স্কুল ছাত্রের নাম মো.মাহফুজ আলী (১৫)। সে সাতক্ষীরার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের মহব্বত আলীর ছেলে। সে স্থানীয় কুমিরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

নিহাতের পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র মাহফুজ আলী দুপুরে বাড়ি কাছাকাছি এলাকায় একটি মাছের ঘেরের পাশে বিলে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুজ আলী ওই ঘেরের পানিতে গোসল করতে যায়। এ সময় ঘেরের বেড়ি বাঁধের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।

তালা উপজেলা সুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন