Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টানা ১০দিন পর ফের সচল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা দশ দিন বন্ধ থাকার পর রোববার (১৫ জুন) থেকে ফের শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। দুপুর থেকে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢোকা শুরু করে। এতে করে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারিদের মাঝে।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা উপলক্ষে গত বৃৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার(১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ এই ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

ভোমরা স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বা রপ্তানি কার্যক্রম সম্পূর্ন রূপে বন্ধ রাখা হয়। টানা ১০দিন ছুটি শেষে রোববার থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুর থেকে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢোকা শুরু করে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তুফান দুলাল মন্ডল জানান, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

ভোমরা স্থলবন্দরের সরকারি পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, ঈদ উপলক্ষে টানা ১০ দিন ছুটি শেষে রোববার থেকে বন্দরের ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম চালু হয়েছে। গতি ফিরেছে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন