Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালার বিএনপি সদস্য খলিলুর রহমান আর নেই

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সক্রিয় সদস্য খলিলুর রহমান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার মহান্দী গ্রামের আব্দুল আকুঞ্জির ছেলে। তিনি ডায়বেটিসসহ নানাবিধ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১৪ জুন) সকাল ১০ টায় নিজ মহান্দী গ্রামে তার মৃত্যু হয়। তার নামাজে জানাজা আজ আছর বাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

খলিলুর রহমান বিগত আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে বেশ সক্রিয় ছিলেন। পারিবারিক কাজকর্মের বাইরে সংগঠনের কাজ করা ছাড়া কিছুই বুঝতো না সে।

খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব।

এদিকে বিএনপির এই ত্যাগী ও পরিচ্ছন্ন নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মস্তোফা, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রমহান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন