বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে রোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু রোহান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় টিউবওয়েল সংলগ্ন একটি ডোবায় পড়ে যায় রোহান। কিছুক্ষণ পর রোহানকে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন