Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। বুধবার (১১ জুন) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর পালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইজিবাইক চালকের নাম আব্দুল হামিদ (৫১)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের দুড়দুড়ি গ্রামের আবু দাউদের ছেলে।

নলতা এলাকার হাবিবুল্লাহ জানান, তার মামা আব্দুল হামিদ প্রতিদিনের ন্যয় বুধবার সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। দুপুর আড়াইটার দিকে তাকে মোবাইল ফোনে খবর দেওয়া হয় যে তার মামা আলীপুর পালপাড়ার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে তিনিসহ তার স্বজনরা আলীপুর থেকে মামাকে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পালপাড়া এলাকার কয়েকজন তাদেরকে জানান যে দুই ব্যক্তি মটর সাইকেলে এসে হামিদকে ফেলে রেখে চলে যাচ্ছে এমন দেখে তাদেরকে ধাওয়া করেন তারা। কিন্তু তাদেরকে ধরা যায়নি।

হাবিবুল্লাহ মনে করেন যাত্রী সেজে ছিনতাইকারিরা মামার গাড়িতে ওঠে। একপর্যায়ে তাকে অজ্ঞান করে পালপাড়ায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে চলে গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন