Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরার ঘোনা সীমান্তে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার সীমান্ত এলাকায় বসবাসকারী গবীর, দুঃস্থ ও অসহায় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বিজিবি। শনিবার (৩১ মে) বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজিবি সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ঘোনা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্ণয় পূর্বক চিকিৎসা সেবা গ্রহীতাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে ১৪১ জন (পুরুষ-৪৮ জন, মহিলা-৬৯ এবং শিশু রোগী-২৪ জন) জনসাধারণকে চিকিৎসা প্রদানসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন