Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় পিকআপ উল্টে আম ব্যবসায়ি নিহত

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় আম ভর্তি পিকআপ উল্টে গাড়ির নিচে চাপা পড়ে এক আম ব্যবসায়ি নিহত হয়েছে। বুধবার (২৮ ম) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘারিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আম ব্যবসায়ির নাম মো. শহিদুল ইসলাম (৪৫)। তিনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী রুদ্রপুর গ্রার মো. আব্দুল মজিদ এর ছেলে।

পুলিশ জানায়, আম ব্যবসায়ি শহিদুল ইসলাম সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের আড়ৎ থেকে আম কিনে পিকআপে করে যশোর নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় শহিদুল ইসলাম পিকআপের উপর বসে ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া মোড় এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি পরিবহন সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় উপরে বসে থাকা আম ব্যবসায়ি শহিদুল ইসলাম গাড়ির নিচো চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন