Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালিগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইজারা মালিক আটক

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জের সিয়াম ব্রিকসে অভিযান চালিয়ে ভাটাটি বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার লিজ মালিক আব্দুর সবুরকে আটক করা হয়। শনিবার (২৪ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ শীতলপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকারি কাজে বাঁধা ও হুমকি দেওয়ার অভিযোগে ভাটার ইজারা মালিক কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর সবুরকে আটক করা হয়।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন বিজিবির নীলডুমুর ১৭ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাস।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন