রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় নুরুজ্জামান ময়নার বসতঘর নিমার্ণ কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আকিজ ট্রাস্টের বসত ঘর প্রকল্পের সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুর তত্বাবধায়নে দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় তিনি বলন, আকিজ ট্রাস্টর অর্থায়নে এ ঘর নির্মান করা হচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে আকিজ গ্র“প সব সময় এধরনের কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন (সিআইপি) এর পক্ষে প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী সাহাব, স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, ইব্রাহিম খলিল প্রমুখ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন