Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকসহ দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট কৃষককে বাঁচাতে গিয়ে অপর জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর উত্তর মাঠে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই ব্যক্তি হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর মাঝ কারিকারপাড়ার মৃত আকছেদ কারিকারের ছেলে এমাদুল ইসলাম কারিকার (৬০) এবং মাহমুদপুর গ্রামের হাসান বড় মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৪)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এমাদুল কারিকার গত ৪-৫ বছর ধরে মাহমুদপুর উত্তর মাঠে ৪ বিঘা জমি লিজ নিয়ে ধান ও সাদা মাছের চাষ করতেন। জমিতে পানি দেওয়ার জন্য তিনি সেখানে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। বৃহস্পতিবার দুপুরে ওই মোটরের বিদ্যুতের আর্থিং তারে হাত দিলে এমাদুল কারিকার বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পাশে থাকা ইসমাইল হোসেন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে করে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন