Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের একটি খাল থেকে রওশান আলী (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ টার দিকে খালের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ মে) ভোরবেলা রওশান আলী তার হারানো গরু খুঁজতে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বেলা ১১টার দিকে আসাদ নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী একটি খালে তার মৃতদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। খবর পেয়ে আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা আরও জানান, তিনি এর আগে ২ বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । তখন থেকে তিনি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, পানিতে ভাসমান অবস্থায় এক যুদ্ধের মরদেহ পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন