Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা তালা উপজেলার বালিয়াদাহ গ্রামে সোবহান ফকির (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বিলের সজিনা গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় মৃত মোহর আলী ফকিরের ছেলে। আজ মঙ্গলবার তার বাড়ির পাশর্^বর্তী এলাকার বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত মরা দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। প্রায় আড়াই মাস আগে তার স্ত্রীও মারা যায়। সেই শোকে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করেছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে প্রায় ২৮ বছর আগে ওই বৃদ্ধের পিতা মোহর আলী ফকিরের লাশও একই জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বলে এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন