Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

‘সুন্দরবন বাঁচলে, বাঁচবে উপকূল’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্নস্তরের গুণীজনদের অংশগ্রহণে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) সকাল সাড়ে দশটায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।

রূপান্তরের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।

তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমাতে শুধু জনসচেতনতাই নয়, যথাযথ আইনের প্রয়োগ অত্যন্ত প্রয়োজন। পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার সীমিত পর্যায়ে আনতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে এবং ক্যান্সারসহ নানা ধরনের জটিল ব্যাধিতে আক্রান্ত হবে।

তিনি আরো বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষ সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে। সামুদ্রিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা থেকে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকটি স্থান নির্ধারণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্লাস্টিক ব্যবহার সীমিত করার বিষয়ে সচেতন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ জায়গা থেকে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার সীমিত করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বক্তারা অনুরোধ জানান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন