Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অবশেষে হয়রানিমূলক মামলা থেকে অব্যহতি পেলেন তালার সাংবাদিক টিপু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

অবশেষে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরার তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের দেওয়া হয়রানিমূলক মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস আপিল মামলার শুনানী শেষে তাকে অব্যহতি দেন।

সাংবাদিক রোকনুজ্জামান টিপু সাতক্ষীরার তালা উপজেলা সদরের খাজরা গ্রামের মৃত মো. আইয়ুব আলীর ছেলে।

ঘটনা ও মামলার বিবরণে জানা যায়, নয় কোটি টাকা ব্যয়ে তালা উপজেলা প্রশাসনের একটি ভবন নির্মান কাজ চলার সময় গত ২১ এপ্রিল অনিয়মের অভিযোগ করায় উপ-সহকারি প্রকৌশলী এমএম মামুন সাংবাদিক টিপু সুলতানকে ছাতা দিয়ে মারপিট করেন। প্রতিবাদ করার একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে অন্যত্র অবস্থান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল উপ-সহকারি প্রকৌশলী মো. এসএম মামুন, ঠিকাদার ও ঠিকাদারের শ্রমিকদের কাছে ঘটনা শুনে সাংবাদিক টিপুকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে, আরো তিন দিনের কারাদন্ড প্রদান করেন।

একপর্যায়ে আন্দোলনের মুখে গত ২৪ এপ্রিল দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে টিপুকে জামিনে মুক্তি দেয়া হয়।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. খায়রুল বদিউজ্জামান বাচ্চু জানান, গত ২৪ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গত ৫ মে ওই মামলার বিরুদ্ধে আপিল করা হয়। মঙ্গলবার শুনানী শেষে বিচারক রিপন কুমার বিশ্বাস তাকে মামলা থেকে অব্যহতি প্রদান করেন।

প্রসঙ্গত, রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতে হয়রানিমূলক মামলা প্রদানকারি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রালয়ের উপ-সচিব শহিদুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে রংপুর বিভাগে পদায়ন করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন