শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাছের ঘের থেকে ঘের কর্মচারী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের জনৈক খালেকের মাছের ঘের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম মো: হারুনার রশিদ ওরফে মামুন (২৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আনছার আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়, মামুন কলারোয়া উপজেলার বাটরা গ্রামের জনৈক খালেকের একটি মাছের ঘেরে কাজ করতো। রবিবার সকালে ঘেরের পানিতে মামুনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে কলারোয়া থানার এসআই রেজাউল ঘের থেকে মামুনের মরদেহ উদ্ধার করে।

কলারোয়া থানান ওসি (তদন্ত) হারান চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে ঘেরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন