বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

গরু বোঝাই আলমসাধু উল্টে একজনের মৃত্যু

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আব্দুল সালাম উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছে।

গাড়িতে গরু নিয়ে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তালা উপজেলার মির্জাপুর এলাকায় পৌছালে গাড়ির এক্সেল ভেঙ্গে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় তিনি। গুরুতর আহত হন গাড়ির চালক।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন