Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাছ ব্যবসায়িকে বাসায় ডেকে ব্লাকমেইলের অভিযোগে দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় এক মাছ ব্যবসায়ীকে ব্লাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্র্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)। তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী ও বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, জোসনা খাতুন এক সময় তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং মাঝে মধ্যে তিনি আমার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে ১ হাজার ৩০০ টাকা দেওয়ার কথা বলে জোসনা খাতুন তাকে বাসায় ডাকেন।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে একাডেমি মসজিদের পাশে তার বাসায় গেলে তিনি আমাকে বসতে বলেন। বসার দুই মিনিটের মধ্যে ৮-১০ জন যুবক এসে আমাকে মারধর শুরু করে। পরে হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে। অনেক অনুরোধের পর তারা ৩৫ হাজার টাকায় রাজি হয়। আমি শালক নুরুর মাধ্যমে টাকা পাঠাই। টাকা পাওয়ার পর তারা আমাকে ছেড়ে দেয়। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়।

মিজান আরও অভিযোগ করেন, এই দুই নারী একটি চক্রের সদস্য। তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্লাকমেইল করে টাকা আদায় করেন। আমি এদের কঠোর শাস্তি চাই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন