Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে অনুভা মন্ডল (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অনুভা মন্ডল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত নিশিপদ মন্ডলের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, অনুভা বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে ছেলে পিন্টু মন্ডল ও তার স্ত্রী নলতায় চক্ষু হাসপাতালে গেলে অনুভা মন্ডল রান্নাঘরের আড়ায় ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশীদের মাধ্যমে মায়ের আত্মহত্যার খবর পেয়ে পিন্টু মন্ডল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহযোগিতায় থানায় অবহিত করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন