Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় সাড়ে ৩শ’ কেজি অপদ্রব্য মিশ্রিত আম জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীর

সাতক্ষীরার কালিগঞ্জে বাজারজাত করার উদ্দেশ্যে গাছ থেকে আম পাড়ার সময় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩৫০ কেজি গোবিন্দভোগ আম জব্দ ও দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার মৌতলা ও ভাড়াশিমলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, শুধু দেশে নয়, বিদেশেও সাতক্ষীরার গোবিন্দভোগ ও হিমসাগর আমের সুনাম রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী গোবিন্দভোগ আমের আঁটি হওয়ার আগেই বেশি লাভের আশায় গাছ থেকে আম পেড়ে ঢাকার উদ্দেশ্যে পাঠাচ্ছেন। এসব অপুষ্ট আম বিষাক্ত রাসায়নিকে পাকিয়ে বিক্রি করার উদ্যোগ নিচ্ছেন যা মানবদেহের জন্য ক্ষতির কারণ হবে। অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে শনিবার বিকেল ৩টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার মৌতলা এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২শ’ কেজি গোবিন্দভোগ আম জব্দ ও ব্যবসায়ী কৃষ্ণনগর এলাকার মিজানুর রহমান (৩২) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলার ভাড়াশিমলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ কেজি গোবিন্দভোগ আম জব্দ ও ব্যবসায়ী কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মফিজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, খুব শীঘ্রই এলাকার আম ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মতবিনিময়ের মাধ্যমে আম পাড়ার সময় নির্দ্ধারণ করবেন। তবে এই মুহূর্তে বিভিন্ন প্রজাতির টক আম বা আঁটি জাতীয় আম বাজারজাতকরণে কোন নিষেধাজ্ঞা নেই বলে জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন