Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আশাশুনিতে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির একটি পিকআপ এর ধাক্কায় আক্কাস আলী গাজী(৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৪ টা দিকে আশাশুনি উপজেলাধীন গোয়ালডাঙ্গা – প্রতাপনগর সড়কের কাপসণ্ডা গ্রামে এই ঘটনা ঘটে ।

নিহত বৃদ্ধ আক্কাস আলী গাজী সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসণ্ডা গ্রামের মৃত এক্ববার আলী গাজীর ছেলে।

স্থানীয় মনিরুল ইসলাম জানান, বুধবার বিকাল চারটার দিকে বৃদ্ধ আক্কাস আলী গাজী কাপসন্ডা গ্রামের রাস্তা পার হচ্ছিলেন। এ বিছট বাজারের দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান আক্কাস আলী গাজী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন