Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চাঁদাবাজি করলে সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে: হাবিবুল ইসলাম হাবিব

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, চারদলীয় জোটের ব্যানারে বিএনপি-জামায়াত একসাথে রাজনীতি ও ভোট করেছে। এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রেক্ষাপট ভিন্ন। তাই বলে একে অন্যের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করা যাবেনা।

তিনি রোববার (১৬ মার্চ) বিকালে তালা উপজেলার পাটকেলঘাটা হাইস্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী চাঁদাবাজি, জমি দখল, মানুষকে সম্মানহানী বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়লে তাকে সাথে সাথে বহিস্কার করা হবে।

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,বিএনপি নেতা গোলাম মোস্তফা, হাফিজুর রহমান, মহব্বত সরদার,আব্দুর রকিব, মীর্জা আতিয়ার রহমান, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন