শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

তালায় দেয়াল চাপা পড়ে বড়ভাই নিহত, ছোটভাই আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের দেয়াল চাপা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহাবুদ্দীন সানা (৪৫)। তিনি সাতক্ষীরা তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত ছাপের সানার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের ছোট ভাই বাগমারা বাজারের চা ব্যবসায়ী আছির সানা (৩৭)।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত শাহাবুদ্দিন সানার ছোট ভাই কারিমুল সানা ইট দিয়ে ঘর তৈরি করার জন্য বাড়িতে পূর্বের কাচা মাটির দেয়াল ভাঙ্গার কাজ শুরু করলে হঠাৎ মাটির দেয়াল ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

এ সময স্থানীয় লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে শাহাবুদ্দীন সানার মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন