শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

তালায় লবণাক্ততা সহনশীল আলুর বীজ কৃষকদের মাঝে বিতরণ

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালা উপজেলায় লবণাক্ততা সহনশীল আলুর জাত সম্প্রসারণ কর্মসূচি বীজ বিতরণ করা হয়ছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চত্বরে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে ও জার্মান সরকারের অর্থায়নে ২৫ কেজি করে ১১৪ জন কৃষকের মাঝে বারি আলু ৭২ ও ৭৮ লবনাক্ততা সহনশীল আলুর বীজ বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকতা পরিতোষ কুমার বিশ্বাস, প্রদীপনের প্রজেক্ট অফিসার দুর্গাপদ সরকার, মাঠ সহায়তাকারি তনুজ কান্তি গোলদার।

এ সময় প্রদীপনের মাঠকর্মী মুর্শিদা খাতুন, পূনিমা সরকার, রলি দাস রিয়া, হালিমা খাতুন, দিপা শুর, মেরি দাস, সালমা খাতুন, জেসমিন খাতুনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন