Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি। সোমবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে সীমান্তবর্তী দক্ষিণ তলুইগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার (১১ মার্চ) ভোর রাত সোয়া ১ টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে নিরাপদে সদর থানায় পুলিশে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বাধীন দক্ষিণ তলুইগাছা গ্রামের বাসিন্দা মো. কামরুল ইসলামের ১টি বাইসাকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং চুরির অভিযোগে আটক ব্যক্তিকে বিজিবি নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির নিকটবর্তী বিওপি/পোস্ট হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদ প্রেরণ করা হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার চেষ্টা করলে বিক্ষুব্দ জনতা তাতে বাধা প্রদান করে।

পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর হতে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। কোন প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়। পরে মঙ্গলবার (১১ মার্চ) ভোর রাত সোয়া ১ টার দিকে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদেরকে ঘটনাস্থল হতে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌছানোর ব্যবস্থা করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন