বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় ইঞ্জিনভ্যান উল্টে শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ইঞ্জিনভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আশাশুনি উপজেলাধীন কাদাকাটি ইউনিয়নের বৈরমপুর খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ইট ভাটার শ্রমিকের নাম মোঃ আসাদুল ইসলাম (৩৫)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত এলাহী বকস্ গাজীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম ভোর সাড়ে ৫টার দিকে ইঞ্জিনভ্যানে চড়ে গোয়ালডাঙ্গা এলাকায় একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিল। পথিমধ্যে বৈরমপুর খেয়াঘাটের কাছে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে হঠাৎ ইঞ্জিনভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। এতে ইঞ্জিনভ্যানের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৬টার দিকে সে মারা যায়।

অশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন