শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসুচি আয়োজন করা হয়।

সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সাধারন সম্পাদক মো. আবুল কালাম, সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম সম্পাদক মুনছুর আলি, প্রচার সম্পাদক মিহির সাহা, হযরত আলি, রজব আলি, মইনুল ইসলাম, শিব প্রসাদ আহাদ আলি মল্লিক প্রমুখ।

বক্তার বলেন, সারা বাংলাদেশে ৪ লাখ ৭০ হাজার রেস্তোরা আছে। তাদের আগে ভ্যাট দিতে হতো ৫ ভাগ। সেটা এখন ১৫ ভাগ করা হয়েছে। এটা খুবই অমানবিক। বর্ধিত এই ভ্যাটের বোঝা বর্তাবে বক্তাদের উপর। বক্তারা অভিলম্বে রেস্তোরাঁর উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে মালিক সমিতির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন