শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শ্যামাপূজা উপলক্ষ্যে ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলী উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সব ধরনের পন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে এক পত্রের মাধ্যমে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনকে জানিয়েছেন।

ভোমরা স্থল বন্দর সিএনএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামাপূজা ও দীপাবলী উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এ্যাসোসিয়েশন শনিবার সব ধরনের পন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকেনা। তবে, আগামীকাল রবিবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানী কার্যক্রম চলবে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের জন্য ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন