শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কালিগঞ্জের বাবু হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের নিহত ভাটা শ্রমিক আবিদ হাসান বাবু হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নির্যাতিত ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নিহত বাবুর বাড়ির সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য খলিল সরদার, নুরুল হক, নিহতের ভাই আল-আমিন, খালা আকলিমা খাতুন, ফাইমা খাতুন প্রমূখ।

বক্তারা এ সময় বলেন, বাবু হত্যাকারী তার স্ত্রী গ্রেপ্তারকৃত সাবিনা, তার পুলিশ সদস্য শ্যালক গ্রেপ্তারকৃত আরিফ ও নুরুলসহ তার বাহিনীর সদস্যদের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

প্রসঙ্গতঃ স্ত্রীর পরকিয়ার জেরে গত ৩ নভেম্বর বাবুকে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ পাশ্ববর্তী পুকুর পড়ে একটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার স্ত্রী সাবিনা ও পুলিশ সদস্য শ্যালক আরিফকে গ্রেপ্তার করে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন