শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ব্যবসায়ী রাজু আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরস্থ কোস্টগার্ডের সদস্যরা এক অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তলসহ আবু জাকারিয়া রাজু (৪২)নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার হিজলিয়া-ঘোলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবু জাকারিয়া রাজু সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে পিস্তলসহ ফাঁকা দু’টি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি অভিযানের দল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হিজলিয়া-ঘোলা বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তলসহ রাজুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক রাজু ইতিপুর্বে মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। সে এতদাঞ্চলের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীদের একজন। উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি সহ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। উপপরিদর্শক ফরিদ কোস্টগার্ডের কার্যালয় রয়েছেন। রাতেই তাকে থানায় আনা হবে। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন