সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনির ইউপি চেয়ারম্যান হোসেন আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এসএম হোসেন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার দয়ারঘাট মৎস্যসেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান হোসেন আলী সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দয়ারঘাট মৎস্যসেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন