বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় পৌরসভার ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় পৌরসভার ড্রেনে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে শহরের পৌর দীঘির দক্ষিণ পাশে জনৈক ফজলু ঠিকাদারের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ড্রেন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃতের নাম মোঃ আবুল হোসেন (৭৫)। তিনি সাতক্ষীরা পৌর শহরের মুনজিতপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক মাজরিয়া হোসাইন জানান, সন্ধ্যায় ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ আবুল হোসেন। স্থানীয় মসজিদ থেকে এশার নামাজ আদায় করে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশতঃ পৌর দীঘির দক্ষিণ পাশে ফজলু কনট্রাক্টরের বাড়ির পাশে পৌরসভার ড্রেনের মধ্যে পড়ে মারা যান তিনি। আবুল হোসেন শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। যে কারণে গভীর ড্রেনে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি।

তিনি আরো বলেন, বৃদ্ধ আবুল হোসেন রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুজি করার পরও পরিবারের সদস্যরা তাকে পাইনি। একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়রা ড্রেনের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন