সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা তলায় এক অজ্ঞত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুভাষিনী ডিগ্রী কলেজ সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর থেকে সুভাষিনী ডিগ্রী কলেজ সংলগ্ন ডোবা থেকে পচা গন্ধ ভেসে আসছিল। গ্রামের মানুষ নাকে পচা গন্ধ পেয়ে খুঁজতে খুঁজতে কালেজের পিছনের ডোবায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তালা থানা পুলিশ এসে ডোবা থেকে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে, এখনো তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন