শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফেলনা প্লা‌স্টি‌কের বি‌নিম‌য়ে গা‌ছের চারা উপহার পেল সাতক্ষীরার ৩ শতাধিক ‌শিক্ষার্থী‌

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ফেলনা প্লা‌স্টি‌কের বি‌নিম‌য়ে ফলজ, বনজ ও ঔষ‌ধি গা‌ছের চারা উপহার পেয়েছে শহ‌রের সিলভার জুব‌লি ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের তিন শতাধিক ‌শিক্ষার্থী‌।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) বিকালে বেসরকা‌রি গ‌বেষণা প্রতিষ্ঠান বার‌সি‌কের উদ্যো‌গে পরিবেশের ভারসাম্য রক্ষায় ‌এসব গা‌ছের চারা উপহার দেওয়া হয়।

এসময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ বা বাড়ির আশপাশের বোতলসহ বিভিন্ন ধরনের ফেলনা প্লাস্টিক ও পলিথিন কুড়িয়ে আনার বিনিময়ে গাছের চারা পেয়েছে উচ্ছসিত হয়ে ওঠে এবং গাছের চারা রোপণ ও পরিচর্চার প্রত্যয় ব্যক্ত করে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, সিলভার জুব‌লি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সহকা‌রী শিক্ষক জুল‌ফিকার রহমান, তও‌হিদা পারভীন, শা‌হিনা শবনস, তে‌য়েবাতু‌ন্নেছা, বাসনা মজুমদার, সূপর্না দাস, আফ‌রোজা ফা‌তেমা, বিশ্ব‌জিৎ চক্রবর্তী, সু‌মিত্রা রানী, সুদীপা বাছাড়, বার‌সি‌কের সহ‌যোগী প্রোগ্রাম অ‌ফিসার গাজী মা‌হিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌মের সভাপ‌তি আব্দুর রহমান নিরব, অর্থ সম্পাদক পরশ ম‌নি, সাংগঠ‌নিক সম্পাদক ফ‌রিদ গাজী, প্রচার সম্পাদক রা‌ফিদ রা‌হি, তা‌মিম হো‌সেন, মাসুদ রানা প্রমুখ ।

অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে রাধাচূড়া, পেয়ারা, কাঞ্চন, জলপাই, বকুল, বেলি, কদবেল, বয়রা, হরীতকী, আমলকীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দন।

এসময় বিদ্যালয়ের চতু্র্থ শ্রেণির ছাত্রী রেশমা গাছ পেয়ে আনন্দ প্রকাশ করে বলে, বাড়ির আশপাশ থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে জমা দিয়ে গাছের চারা পেয়েছি। এই চারা লাগিয়ে নিয়মিত পরিচর্চা করবো।

সিলভার জুব‌লি ম‌ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, বর্তমান সময়ে পরিবেশের অবস্থা খারাপ। এজন্য পলিথিন প্লাটিকের বোতল এগুলো যত্রতত্র ফেলা যাবে না। পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন