বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় মাছের ঘের দখলের চেষ্টা, পুলিশী বাধায় পন্ড

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার বিশ্বাসের চক মাছের ঘের দখলে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। জাল দলিল সৃষ্টি করে কয়েক ব্যক্তি ওই ঘের দখলের লক্ষ্যে কয়েক দফা হামলাও করেছে। শনিবার সকালে তাদের নেতৃত্বে ৪০-৫০ জনের একদল লাঠিয়াল হাত বোমা, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘেরের মাছ লুট করার চেষ্টা করে। তবে পুলিশের তাড়া খেয়ে তারা সরে যায়।

বিশ্বাসের চক মাছের ঘেরের শরীক সত্যরঞ্জন জানান, বিশ্বাসের চকের প্রায় ১৬ একর জমির এই মাছের ঘেরের শরীক ৮ জন। তিনি নিজে শরীকদের একজন। ১৯৬০ সালের আগে ওই জমি তারা ক্রয় করেছিলেন। সেই থেকে এতদিন পর্যন্ত তারা ওই জমিতে ধান ও মাছ চাষ করে আসছেন। অপরদিকে জমির বিক্রেতারা ১৯৬২ সালে ভারতে চলে যান।

সত্যরঞ্জন অভিযোগ করে বলেন, ১৯৭৩ সালে একটি প্রতারক চক্র জাল দলিল তৈরী করে কয়েকজন ভাগীদার হয়ে দাড়ায়। এদের মধ্যে রয়েছে জয়দেব, বেঁটো, রবীন সহ বেশ কয়েকজন। তারা ওই জমি দখলের জন্য বিভিন্ন সময় সেখানে হামলা করে আসছে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা জজ আদালতের একটি মামলার রায়ও তার অনুক‚লে রয়েছে। অথচ প্রতিপক্ষ এই ঘেরের মাছ লুঠ করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানিয়েছেন, সত্যরঞ্জন ও তার শরীকরা এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শান্তিশৃংখলা রক্ষার্থে আমরা প্রতিপক্ষকে ঘের থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন