শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হল এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মোহন গাজী (১৮)। তিনি সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকার মোঃ মোকছেদ আলীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি সিনিয়র এএসপি মো.বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে সঙ্গীতা সিনেমা হলের পাশে অবস্থিত অপ্পো শো-রুমের সামনে অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন