সাতক্ষীরায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পল্লীতে বিষধর সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার বেলা একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূর নাম বিনাশি রানী (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বারপোতা গ্রামের গোশাই চন্দ্রের স্ত্রী।

গৃহবধূর জামাই স্বদেপ মন্ডল জানান, রাতের খাবার পর তার শ্বাশুড়ি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। রাত ৩ টার দিকে মশারির মধ্যে একটি সাপ ঢুকে তার পায়ে কামড় দেয়। প্রথমে স্থানীয় ওঝা দিয়ে ঝাড় ফুক করার পর শনিবার সকাল ১০ টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন