সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দু’দেশের কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশের ব্যবসায়ী, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ী, পুলিশ ও বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সীমান্তের জিরো পয়েন্টে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

এসময় ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহবায়ক হাবিবুবর রহমান হাবিব, সদস্য অহিদুল ইসলাম, গোলাম ফারুক বাবু, আসাদুর রহমান, জাকির হোসেন মন্টু ও ডাক্তার আক্তারুজ্জমান ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অচিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সন্দীপ কুমর ঘোষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে ভোমরা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এ বিএসএফ’র কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন