বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাচালানি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভারতের পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে এক কেজি ৮৯৫ গ্রাম ওজনের চার টুকরা দেশীয় তেজাবি স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে কলারোয়া উপজেলার ভাটিয়ালি সীমান্ত থেকে এই স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক স্বর্ণের দাম এক কোটি ৯৫ লাখ ৯ হাজার টাকা।

আটক চোরাচালানির নাম মোঃ ইয়াকুব আলী সরদার (৫৩)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের মৃত সাদেক আলী সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মাদরা বিওপি’র হাবিলদার আতাউর রহমানের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা সেখানে অবস্থান নেয়। সোমবার সকাল সোয়া ৬টার দিকে ভাদিয়ালি সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৭ বরাবর এলাকা দিয়ে এক ব্যক্তিকে সীমান্তের দিকে হেঁটে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় চার টুকরা দেশীয় তেজাবি স্বর্ণ উদ্ধার করে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক পিবিজিএস, পি এসসিজি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা টেরেজারি অফিসে জমাদান পূর্বক আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন