সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাংবা‌দিক‌দের উপর হামলার প্র‌তিবা‌দে সাতক্ষীরায় প্রতিবাদ সমা‌বেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বি‌টি‌ভি ভব‌নে হামলা, সাংবা‌দিক মে‌হেদী ও তুরাব হত্যা, নারী সাংবা‌দিকদের উপর পাশ‌বিক নির্যাতন ও কর্মরত সাংবা‌দিকদের উপর হামলার প্র‌তিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৬ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়ত‌নে সাতক্ষীরার সাংবা‌দিক সমাজের ব্যানাারে এই সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

দৈ‌নিক কালের চিত্র সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু আহ‌মে‌দের সভাপ‌তি‌ত্বে সমাবেশে বক্তব্য রা‌খেন, সাতক্ষীরা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সাবেক সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কা‌লিদাস রায়, স্বদেশ প‌রিচালক মাধব চন্দ্র দত্ত, দেশ টি‌ভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডি‌পে‌ন্ডেন্ট টি‌ভি ও আজকের পত্রিকার আবুল কাসেম, সাংবাদিক ড. দিলীপ দেব, ব‌ণিক বার্তার গোলাম স‌রোয়ার, বৈশাখী টি‌ভির শামীম পার‌ভেজ, সাংবাদিক ইয়ারব হোসেন, রবিউল ইসলাম, এখন টি‌ভির আহসানুর রহমান রাজীব প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন