শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় র‌্যাবের হাতে দুই কেজি গাঁজাসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় র‌্যাবের হাতে দুই কেজি গাঁজাসহ রাজু আহমেদ (২৩) নামের এক যুবক আটক হয়েছে। শনিবার মধ্য রাতে সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের জনৈক শাহজাহান ঢালীর বাড়ির সামনে থেকে দুই কেজি গাঁজাসহ র‌্যাব সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। আটক রাজু আহমেদ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-১ এর সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে সদর থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।

তিনি আরও জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন