বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

ফুফুর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্রের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ফুফুর বাড়ীতে ঈদ করতে এসে পানিতে ডুবে মারা গেছেন কলেজ ছাত্র মোস্তফা সাগর।বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত কলেজ ছাত্র মোস্তফা সাগর সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের মোর্তাজুল ইসলামের ছেলে।

মৃতের ফুফু জানিয়েছেন, তার ভাইপো মোস্তফা সাগর এবারের এসএসসি পরীক্ষায় পাস করে সবে কলেজে ভর্তি হয়েছে। আবদার করে তার বাড়িতে এসেছিলো কোরবানির ঈদ করতে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পার্শ্ববর্তী খানপুর মাদ্রাসার পুকুরে সে গোসল করতে যায়। কিছুক্ষণ পর খবর আসে সাগর পানিতে ডুবে গেছে। এরপর তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন