বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্নস্থানে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ভাড়ুখালী, বাউখালী, তালা, কলারোয়া, ঘোনাসহ বিভিন্নস্থানে ঈদ উদযাপন করা হচ্ছে। রোববার (১৬ জুন)সকালে ভাড়ুখালীতে শতাধিক মুসুল্লি’র অংশগ্রহণে অনুষ্ঠিত ঈদের জামায়াতে ইমামতি করেন মাওলানা মহব্বত হাসেম।

মাওলানা মহব্বত হাসেম বলেন, সৌদির সাথে মিল রেখে একই দিনে যদি দুই রাষ্ট্রের কার্যক্রম একই সময়ে মেনে চলা হয়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানের এই ঈদ একই দিনে অনুষ্ঠিত হতেই পারে।

তিনি জানান, সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ভাড়ুখালী, বাউখালী, বাউখালী, কলারোয়া, ঘোনাসহ বিভিন্নস্থানে ঈদ উদযাপন করা হচ্ছে। ছোটবড় ধনীগরীব সবাই একই সাথে সৃষ্টিকর্তার নামে ইবাদত বন্দেগী করে ঈদের সালাত আদায় করে পশুকোরবানী দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন