সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শ্যামনগরের ৬শ’ পরিবারের মাঝে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১ জুন) বিকাল ৪ টায় উপজেলার হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ।

শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য আতাউল হক দোলন, সংরক্ষিত নারী সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন