সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় আদম ব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলরোয়ায় চাঁদাবাজ, ভূমিদস্য ও আদম ব্যবসায়ী মামলাবাজ তফুরা পারভীনের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে কলারোয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামবাসী।

মানববন্ধনে এলাকারবাসী পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাহিদা খাতুন, মমতাজ পারভীন, ঝর্ণা খাতুন, মেহেতাজ, মিম, মোহনা, আব্দুল আলিম ও নির্যাতিত শিশু রিয়াদ হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের আকছেদ ঢালীর স্ত্রী তফুরা পারভীন এলাকায় ত্রাসসৃষ্টি করে রেখেছে। তার ভয়ে সাধারণ মানুষ এখন এলাকায় বসবাস করতে পারছেননা। সে বহু মানুষের কাছ থেকে বিদেশ নিয়ে যাওয়ার নাম করে টাকা নিয়ে আতœসাত করেছে। টাকা ফেরত চাইতে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রাণীমূলক মামলা দেয়া হচ্ছে। বক্তারা এসময় প্রতারক তফুরা পারভীনের হাত থেকে রক্ষা ও ভুক্তভোগীদের টাকা ফেরত পেতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন