শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় গোডাউন থেকে ১৯৯ বস্তা চিনি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে মজুদ করা ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ মার্চ) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া এই অভিযান পরিচালনা করেন।

এসময় মজুতদার হাজরা সাধুকে ২০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ৯৯৫০ কেজি চিনি নিয়ে যায় প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা।

জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা এসব চিনি দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, এর আগেও ভোজ্যতেল মজুদ করার অপরাধে হাজরা সাধুকে জরিমানা করা হয়েছিল।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন