শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

কলারোয়ায় খোয়া ভাঙ্গা মেশিন উল্টে এক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় খোয়া ভাঙ্গা মেশিন উল্টে আবুল হাসান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২১মার্চ) বিকেলে পৌরসভার দক্ষিণ মুরারীকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসান (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ।

খোয়া ভাঙ্গা মেশিনের চালক ইসলাম সরদার জানান, আবুল হাসানসহ ৪ জন শ্রমিককে নিয়ে আমি খোয়া ভাঙ্গা মেশিন চালিয়ে কলারোয়ার মুরারিকাটি মসজিদের পাশে খোয়া ভাঙ্গার জন্য যাচ্ছিলাম। পথিমধ্যে খোয়া ভাঙ্গা মেশিনটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন আবুল হাসান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলারোয়ায় অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন