শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিন্টু বিশ্বাস নামে এক বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। বৃহস্পতিবার (৭মার্চ) দেবহাটা উপজেলার কোমরপুরে সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার এই অভিযান পরিচালনা করেন।

এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ট্রলার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

দেবহাটা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী ভাতশালা গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাসকে বালুমহাল ও ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার জানান, নদী ভাঙনরোধ ও অসাধু বালু ব্যবসায়ীদের রুখতে এই অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন