শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শ্যামনগরে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পরিবারের কাছে নেশার টাকা না পেয়ে নাজমুল হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার দিবগাত রাত সাড়ে ১২ টার দিকে নিজ গৃহে আড়ার সাথে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করে।

আত্মহননকারি নাজমুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের আলমগীর হোসেন মোল্যার ছেলে।

পারিবারিক সূত্র ও বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, নাজমুল দীর্ঘদিন নেশাগ্রস্থ ছিল। নেশার টাকার জন্য পিতা মাতার উপর প্রায় সে অত্যাচার করত। ঘটনার দিন নেশার টাকা নিয়ে পরিবারের সাথে তার গোলযোগের সৃষ্টি হয়। এ ঘটনায় রাত্রে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) যুবক নাজমুল হুদা মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন